মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

‘ভারতের জমি দখল করছে চীন, মোদির ৫৬ ইঞ্চি বুক কোথায়’

আপডেট : ২৫ মে ২০২৪, ১৭:৪৬

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার অভিযোগ করেছেন, চীন ভারতের জমি দখল করে বাড়ি ও রাস্তা তৈরি করছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব। কোথায় তার ৫৬ ইঞ্চি বুক।

হিমাচল প্রদেশের রোহরুতে একটি সমাবেশে এ কথা বলেছেন কংগ্রেস সভাপতি।

কংগ্রেস নেতা বলেন, তার দল দেশের জনগণ ও সংবিধান রক্ষার লড়াই করছে। লোকসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে ৩০ লাখ সরকারি শূন্যপদ পূরণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

খাড়গে বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছি। চীন আমাদের জমি দখল করে বাড়িঘর ও রাস্তা তৈরি করছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে নীরব। তার ৫৬ ইঞ্চি বুক এখন কোথায়?’

২০২৩ সালের বন্যার পর কেন্দ্র সরকার হিমাচল প্রদেশ সরকারকে সহায়তা না দেয়নি। এ বিষয়েও অভিযোগ তোলেন কংগ্রেস প্রধান। তিনি বলেন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বন্যার পরে কেন্দ্রের কাছে ১০ হাজার কোটি রুপি সাহায্য চেয়েছিলেন। কিন্তু তিনি শুধু পাথর পেয়েছেন।

ইত্তেফাক/এসএটি