শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দর্শক হয়ে বাকি জীবন বার্সাকে সমর্থন করবেন জাভি

আপডেট : ২৬ মে ২০২৪, ১৭:২৭

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবারের মৌসুমে কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি কাতালানরা। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, বার্সার দায়িত্ব ছাড়বেন জাভি। ছেড়েছিলেনও ক্লাবের দায়িত্ব। তবে ক্লাব সভাপতির অনুরোধে নিজের সাবেক ক্লাবের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বার্সার সঙ্গে নতুন করে করেছিলেনও চুক্তি। তবে ক্লাব সভাপতির সঙ্গে মনমালিন্য হওয়ায় হঠাৎ করে গেল পরশু এক বিবৃতিতে জাভি হার্নান্দেজকে বরখাস্তের ঘোষণা দেয় বার্সেলোনা।

এর কয়েক ঘণ্টা পর নিজের ইনস্টাগ্রামে সাবেক ক্লাব নিয়ে এক দীর্ঘ পোস্ট শেয়ার করেন ৪৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। নিজের করা সেই পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে আমার পথচলার সমাপ্তি ঘটবে। যে ক্লাবটি আমার জীবনের বড় একটা অংশ জুড়ে আছে, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়। কিন্তু আড়াই বছর হেড কোচ হিসেবে ড্রেসিংরুমে থাকা, যা আমার দ্বিতীয় বাড়ি, তা নিয়ে আমি খুবই গর্বিত।’

সেই সঙ্গে বরখাস্ত হওয়া প্রসঙ্গে জাভি বলেন, ‘ক্লাব প্রেসিডেন্ট আমাকে বরখাস্ত করেছেন। দিন শেষে যেহেতু তিনি সব সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। আমি সব সময় বার্সাকে সমর্থন দিয়ে যাব এবং একজন ভক্ত হিসেবে ক্লাবের আগামীর পথচলার সঙ্গী হবো।’

এছাড়া ক্লাবটির সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সমর্থন ও ভালোবাসার জন্য আমি সব সমর্থককে ধন্যবাদ জানাই। যারা সব সময় আমার ছিলেন। ফুটবলার হিসেবে এখানে কাটানোর সময়ের মতোই একই রকম ভালোবাসা দিয়েছেন।’

চলতি মৌসুমের শেষ ম্যাচে আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচ নিয়ে জাভি বলেন, ‘রোববার থেকে আমি বার্সেলোনার সমর্থক হয়ে যাব এবং সেটা অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা ক্যাম্প ন্যুতে। খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং আমি জীবনের প্রতিটি সময় কেবল এই ক্লাবের ভালোটাই চাই।’

ইত্তেফাক/জেডএইচ