টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুশ্চিন্তার কারণে টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতা। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। সেইসঙ্গে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত। যা বেশ শঙ্কা তৈরি করছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস নিজেদের দিনে ভালো কিছু করার সামর্থ্য রাখেন তারা।
রোববার (২ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পায়।’
অধিনায়ক শান্তকে নিয়ে বিসিবি প্রধান আরও বলেন, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহ রিয়াদ আছে। এখন আসেন তার আগে যারা আছে। এদের নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অবশ্যই সৌম্য, লিটন, শান্ত। আশা করছি শান্ত যেকোনো সময় রানে চলে আসবে।’