বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মাদারীপুরে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন উৎসাহিতকরণ শীর্ষক কর্মশালা

আপডেট : ০৩ জুন ২০২৪, ২২:০৭

‘অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ জুন) দিনব্যাপী  মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ। 

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিষয়ভিত্তিক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও ব্যবস্থাপনা অধিশাখা) খাদিজা নাজনীন, উপ-সচিব ((সচিবের একান্ত সচিব) মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপ-সচিব (প্রশাসন-১) শম্পা কুন্ডু, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোসা. তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, মাদারীপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশাদুল ইসলাম। 

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় উন্মুক্ত আলোচনা করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস, ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুর ইসলাম, বিআরডিবি’র উপ-পরিচালক, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, সমতা মানব উন্নয়ন প্রচেষ্টা, মাদারীপুর নির্বাহী পরিচালক হোমায়রা লতিফ পাননা, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামানসহ আরও অনেকে।

ইত্তেফাক/পিও