চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বয়স যে কেবল সংখ্যা মাত্র, সেটাই প্রমাণ করে চলছেন প্রতিনিয়ত। বাংলাদেশ দলে এখন তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি। তাদের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নেন বলে জানিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
মঙ্গলবার (৪ জুন) বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় শরিফুল বলেন, 'দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সঙ্গে ভালো মিশে। উনি আমাদের সঙ্গে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সঙ্গে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙা করে রাখে।'
বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে শরিফুল আরও বলেন, 'প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করবো।'