বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

অবৈধ ড্রেজার গুড়িয়ে দিল মাদারীপুর জেলা প্রশাসন

আপডেট : ০৫ জুন ২০২৪, ২১:৫৬

মাদারীপুর জেলা বিভিন্ন নদ নদীতে অবৈধভাবে স্থাপিত ড্রেজার ও পাইপ জব্দ করে অকেজো করে দিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। 

বুধবার (৫ জুন) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান এর নির্দেশে মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু’র নেতৃত্বে সদর উপজেলার পাচখোলা মহিষেরচর আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ ড্রেজার চালনাকারীদের ধরতে নদীপথে অভিযান চালানোর সময় ড্রেজার পরিচালনাকারী ব্যক্তিরা দূর থেকে আগমনের খোঁজ আচ করতে পেরে পলায়ন করে। অভিযানে ০৪ টি ড্রেজিং মেশিন অকার্যকর করা হয় এবং আনুমানিক ২০০০ মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়। ড্রেজার পরিচালনাকারী অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ হইতে অবৈধ ড্রেজারসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।

 

ইত্তেফাক/পিও