রাজধানীকে যানজট মুক্ত ও সড়কগুলোতে অবৈধ ভাবে গড়ে ওঠা বাস কাউন্টার, ফুটপাত দখল মুক্ত করতে প্রতিদিনের মত আজও উচ্ছেদ অভিযান করেছে ঢাকা উত্তরা জোনের ট্রাফিক পুলিশ বিভাগ।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে আব্দুল্লাহপুর দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এইসময় রাস্তার পাশে যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টার উচ্ছেদ করেছে উত্তরা জোনের ট্রাফিক পুলিশ।
আব্দুল্লাহপুর ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দীন প্রধান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক সড়কের পাশে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে বাস কাউন্টারসহ অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না। জনসাধারণের চলাচল বিঘ্নিত করে ফুটপাতে দোকান বসলেই আমার আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ফুটপাতে থাকার কয়েকটি অবৈধ বাস কাউন্টার ও ভেন গাড়ি আটক করা হয়।
উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল (অতিরিক্ত ডিআইজি) বলেন, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারেনা। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয় ফলে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এইজন্য জনগণকেই সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই ফুটপাতে দখল করে ভ্যান বসানো এবং অবৈধ বাস কাউন্টার করে যাত্রী উঠা নামা করতে দেওয়া হবে না। এছাড়াও ফুটপাতকে দখল মুক্ত রেখে জনসাধারণ চলাচল উন্মুক্ত রাখতে উত্তরা ট্রাফিক বিভাগ সর্বদায় কাজ করে যাচ্ছে।