তাপপ্রবাহের ফলে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের আগেই বা অকালে শিশুর জন্ম বাড়ছে। এতে শিশুদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এমনকি দীর্ঘ মেয়াদেও এর ভুক্তভোগী হতে পারে শিশুরা। নতুন এক গবেষণায় এমনটিই দেখা গেছে। খবর গার্ডিয়ানের।
কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও নিম্ন আর্থসামাজিক গোষ্ঠীর মায়েরা এক্ষেত্রে ঝুঁকিতে রয়েছেন। অর্থাৎ তীব্র তাপপ্রবাহে নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করতে পারেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ বইছে এবং তা দীর্ঘস্থায়ী হচ্ছে। তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে।
সিডিসির তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে গর্ভবতী নারীরাও আছেন। বিশেষ করে, হিট স্ট্রোক জনিত সমস্যা হতে পারে তাদের, যা তাদের গর্ভে থাকা সন্তানের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
গবেষকরা ১৯৯৩ থেকে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি মেট্রোপলিটন এলাকায় ৫ কোটি ৩০ লাখ শিশুর জন্ম পর্যবেক্ষণ করেছেন। এতে তারা দেখেছেন, টানা চার দিনের তাপপ্রবাহে অকালে জন্মের আশঙ্কা ২ শতাংশ বেশি।