ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আগামী ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ।
বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর গুলশানে নৌ-পুলিশ সদর দপ্তরে ঈদুল আজহা উপলক্ষে ‘নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা’ সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
আবদুল আলীম মাহমুদ বলেন, কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে, তা ব্যানারে লিখে নৌকায় টানাতে হবে। পশুবাহী পরিবহনে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, পকেটমারসহ যেকোনো হয়রানি বন্ধে নৌ-পুলিশ বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, ঈদে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে এবং পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌপথে যেকোনো সমস্যায় নৌ-পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে নৌ-পুলিশকে অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে।