শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৬ জুন ২০২৪, ২২:২২

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন তালুকদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। গত বুধবার গভীর রাতে নগরীর জোড়াগেট এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত শাওন জোড়াগেট এলাকার বাচ্চু তালুকদারের ছেলে। তিনি একটি বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে শাওনসহ কয়েকজন জোড়াগেট এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় তারা শাওনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ডিউটি অফিসার মারিয়া খাতুন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/পিও