বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

টি-টোয়েন্টি বিশ্বকাপ 

নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয় স্কটল্যান্ডের 

আপডেট : ০৭ জুন ২০২৪, ১২:৪২

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে তারা। নামিবিয়ার দাপুটে এক জয় পেয়েছে স্কটল্যান্ড। ৫ উইকেটে জয় পেয়েছে দলটি।

শুক্রবার (৭ জুন) বার্বাডোজের কিংসটাউন ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। প্রথমে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের তোপে শুরুতেই চাপে পড়ে নামিবিয়া।

তবে অধিনায়ক গেরহাল্ড এরাসমাসের ফিফটিতে ভর করে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। গেরহাল্ড করেন ৩১ বলে ৫২ রান। এছাড়া জেন গ্রিন করেন ২৭ বলে ২৮ রান। স্কটল্যান্ডের পক্ষে ব্রাড হোয়েল নেন ৩টি উইকেট।

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও অধিনায়ক রিচি বেরিংটনের ব্যাটে জয়ের পথেই থাকে স্কটল্যান্ড। সেইসঙ্গে মাইকেল জোন্স ও মাইকেল লেস্কের ব্যাটে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্কটল্যান্ড।

বেরিংটন ৩৫ বলে ৪৭, জোন্স ২০ বলে ২৬ ও লেস্ক ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। নামিবিয়ার পক্ষে গেরহাল্ড নেন ২টি উইকেট। 

ইত্তেফাক/জেডএইউচ