শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চঞ্চলের ‘পদাতিক’-এ গাইলেন অরিজিৎ-সোনু

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৯:২৭

অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ সিনেমায় গাইলেন ভারতের জনপ্রিয় দুই সংগীত শিল্পী অরিজিৎ সিং ও সোনু নিগাম। ‘তু জিন্দা হায়’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে শনিবার ( ৮ জুন)। ইতোমধ্যে গানটি ফেইসবুকে শেয়ার করেছেন চঞ্চল।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ভারতের প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক; নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি।

এর আগে গত ১৪ মে প্রকাশ পায় ‘পদাতিক’ সিনেমার টিজার। ১ মিনিটি ৩৭ সেকেন্ডের এই টিজারে ভিন্নভাবে দেখা মিলেছে নাম ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর।

মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে নির্মতা সৃজিত মুখার্জি তৈরি করেছেন ‘পদাতিক’।

মুক্তির আগে দেশে-বিদেশে চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেদিয়েছে সিনেমাটি। কিছুদিন আগে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভালে ‘স্ত্রিন প্লে’ শাখায় শিরোপা জিতে নিয়েছে এই সিনেমা। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।

সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও মনামী ঘোষ, জিতু কমলসহ আরও অনেকে অভিনয় করেছেন।

 

ইত্তেফাক/পিএস