রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শর্টকাটে কাজ হোক দ্রুত

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:৩০

কম্পিউটারে মাউসের বদলে কি-বোর্ড দিয়েও ওয়েব ব্রাউজারের বিভিন্ন কাজ করা সম্ভব। কি-বোর্ডের শর্টকাট কি ব্যবহার করলে দ্রুত ওয়েবসাইট চালু বা বন্ধের পাশাপাশি বিভিন্ন কাজ করা যায়। এখানে দেখে নিন দরকারি সাতটি শর্টকাট।

১. ওয়েবসাইটের ঠিকানা লেখার সময় ডব্লিউডব্লিউডব্লিউ (www) এবং ডটকম (.com) লিখতে একসঙ্গে Ctrl+Enter চাপতে হবে।

২. কম্পিউটারে থাকা কোনো ফাইল খোলার জন্য Ctrl+O

৩. ব্রাউজারে থাকা সার্চ ইতিহাস দেখার পাশাপাশি মুছে ফেলার জন্য Ctrl+Shift+Delete

৪. ব্রাউজারে চালু থাকা একাধিক ট্যাব থেকে ডানে যেতে Ctrl+Tab এবং বাঁয়ে যেতে Ctrl+Shift+Tab

৫. সবশেষে বন্ধ করা ট্যাব আবার খুলতে Ctrl+Shift+T

৬. অ্যাড্রেসবারে লেখার জন্য Ctrl+L

৭. ডাউনলোড করা ফাইলের তথ্য দেখার জন্য Ctrl+J

 

ইত্তেফাক/এমএএম