বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের দেশ: ভূমিমন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮:১২

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের দেশ। এই চেতনাকে ধারণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আমাদের সংবিধান হচ্ছে অসাম্প্রদায়িকতার ধারক।

রোববার (৯ জুন) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে সরকারি-বেসরকারি অনুদানে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে, নবনির্মিত  সার্বজনীন শিব-পার্বতী সেবা সংঘ মন্দির এর মন্দিরগৃহের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশ গড়ে তুলেছেন। হিন্দু মুসলিম সবাই আমরা বাঙালি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে এ দেশ স্বাধীন করেছেন। সেই চেতনাতেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে সমান অধিকার দিয়েছেন। 

মন্দির কমিটির সভাপতি সরোজ কুমার ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,  জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, পৌর মেয়র আইনজীবী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। 

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শিব পার্বতী  সেবা সংঘের ভক্তরা ও স্থানীয় সাধারণ মানুষ ওবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও