মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ভালো অবস্থানে পাকিস্তান 

আপডেট : ১০ জুন ২০২৪, ০০:৫৯

ভারতের দেওয়া ১২০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়েছে পাকিস্তান। তবে একপ্রান্ত আগলে রেখেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাটে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান।

১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই পাক ওপেনার। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে দলীয় ২৬ রানে ১০ বলে ১৩ রান করে আউট হন বাবর। পাক অধিনায়কের বিদায়ের পর ক্রিজে আসা উসমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন।

ধীরগতিতে রানের চাকা সচল রাখে এই দুই ব্যাটার। তবে দলীয় ৫৭ রানে উসমানকে আউট করে ভারতকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান অক্ষর প্যাটেল। ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান উসমান। ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। 


 

ইত্তেফাক/জেডএইচ