বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বালুবাহী ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৩ জনের মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৪, ১৯:৪৯

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুর্ঘটনাস্থলে সবুজ (২০) এক যাত্রীর মৃত্যু হয়। মঙ্গলবার (১১ জুন) বিকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা এলাকার গোগরা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোয়া গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫),  তার স্ত্রী পিংকি আক্তার (৩০) ও যাত্রী মো. সবুজ হোসেন (২৫)। তার গ্রামের বাড়ি গোগরা গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ। তিনি জানান, পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের ধাক্কায় চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা ভেঙে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে সবুজ নামের এক যুবক নিহত হয়েছে। এ ছাড়া তিনজনকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দুই জন মারা যান। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের লাশ হাসপাতালে রয়েছে।

ইত্তেফাক/পিও