মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভাঙ্গায় অন্যায়ভাবে কাউকেই জমি দখলবাজি করতে দেওয়া হবে না: নিক্সন চৌধুরী

আপডেট : ১৬ জুন ২০২৪, ২৩:২৯

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাঙ্গায় অন্যায়ভাবে কাউকেই জমি দখলবাজি করতে দেওয়া হবে না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেকোনো অন্যায়ের প্রতিবাদ করে যাবো। 

রোববার (১৬ জুন) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঈদঁগাহ মাদ্রাসা মসজিদের জায়গা দখলমুক্ত করে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার ১৪ টি দোকানঘর ছিল মাদ্রাসার সামনে বাসস্ট্যান্ডে। সম্প্রতি উপজেলা নির্বাচনের আগে প্রশাসন মাদ্রাসার দোকানগুলো ভেঙ্গে ফেলে। সেই জায়গায় প্রশাসনের সহায়তায় এ্যাসিল্যান্ট মাদ্রাসাকে লিজ না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্য লোকদের লিজ দিয়েছে। তারা গত শনিবার রাতভর জায়গাটি দখল করে দোকান ঘর নির্মাণ করে দখল বুঝে নেয়। এতে করে স্থানীয় মুসুল্লি ও মাদ্রাসার হাজার হাজার এতিম ছেলেদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি আমি আজ সন্ধ্যায় জানতে পেরে উক্ত ঈদগাহ মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়তে এসে ঘটনার সত্যতা পাই। সরেজমিনে ঘুরে দেখে বিষয়টি আমার কাছে খুবই লজ্জাজনক লেগেছে। অর্থলোভী কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কিছু নেতা মাদ্রাসার জায়গা এভাবে দখল করে নিতে পারেনা। আমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসী মিলে সন্ধ্যার মধ্যেই জায়গায়টি দখলমুক্ত করেছি।

নিক্সন চৌধুরী আরও বলেন, আপনারা (সাংবাদিকরা) জানেন ইতিপূর্বে কাঠপট্টিতে সরকারি খাস জায়গায় শতাধিক দোকান তৎকালীন এসিল্যান্ড সাহেব কোটি কোটি টাকা নিয়ে বরাদ্দ দিয়েছিলেন। আমি সংবাদ পেয়ে এলাকার জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করেছি। তাই আমি ভাঙ্গায় এমপি থাকাকালীন ভাঙ্গায় কোন দখলবাজ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতি করতে দেবো না। 

ইত্তেফাক/এমএএম
 
unib