সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বরিশালে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৮:৩৯

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্বদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এর ফলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চাকরিতে কোটা পদ্ধতি বহাল রেখে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ আছে। যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অপরদিকে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সোমবারও পূর্ণদিবস কর্মবিরতি করেছে ববির শিক্ষকরা। এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মবিরতি শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলে।

কর্মবিরতির কারণে ববির ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবকিছু বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এ সময় সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিও জানানো হয়।

ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

ইত্তেফাক/জেডএইচডি