ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে বিদায়ী চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আখতারুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান ইত্তেশামুল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহফুজা আক্তার।
এছাড়া বিদায়ী ভাইস-চেয়ারম্যান সুকুমার রায় ও বিদায়ী মহিলা ভাইস-চেয়ারম্যান ভারতী রানী রায়ও বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সহিদ হোসেন, সনাতন চন্দ্র এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।