বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

প্যারিস অলিম্পিক 

কঠিন প্রতিপক্ষ পেলেন আর্চার সাগর

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৬:৫৪

চলমান প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ। তাদের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা ছিল আর্চার সাগর ইসলামকে নিয়ে। তবে প্রথম রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন এই বাংলাদেশি আর্চার।

প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে টোকিও অলিম্পিকে ফাইনাল খেলা ইতালির মাউরো নেসপোলির মোকাবিলা করবেন সাগর। রিকার্ভ এককের র‍্যাংকিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন সাগর। তাই প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে টোকিও অলিম্পিকে রৌপ্য জয়ী আর্চারকে পেয়েছেন তিনি।

র‍্যাংকিং রাউন্ডে ৬৫২ স্কোর নিয়ে ৪৫তম হন সাগর। অন্যদিকে ৬৭০ স্কোর করে হয়েছেন ২০তম হন মাউরো। আগামী ৩১ জুলাই প্রথম রাউন্ডে লড়াইয়ে নামবেন এই দুই আর্চার।      

ইত্তেফাক/জেডএইচ
 
unib