কুষ্টিয়ায় ছাত্রদের আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় সদর মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ ও তার চাচাতো ভাই উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ ৪৮ জনকে এই দুই মামলায় আসামি করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক। একটি মামলার বাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল ও অপর মামলার বাদী নিহত শিশু আব্দুল্লাহর বাবা লোকমান।
মামলায় সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ ও আতাউর রহমান আতাসহ এজাহার নামীয় আসামি ৩৫ জন। এছাড়া অজ্ঞাত আরও ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নির্দেশেই নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
পুলিশ জানায়, কুষ্টিয়ায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাতজন নিহত হন। শহরের থানাপাড়ার শিশু আব্দুল্লাহ (১৫), আলামপুর গ্রামের মাদ্রাসা ছাত্র উসামা (১৪), হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের বাবু (৪৫), একই গ্রামের আশরাফুল (৪০), ফারাজিপাড়া বাবলু (৪৫), থানাপাড়ার ইউসুফ আলী (৫৫),আমলাপাড়ার সবুজ (৩৫) তাদের মধ্যে রয়েছেন।
দায়ের হওয়া মামলার প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মাহফুজুল হক।