সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বশেমুরবিপ্রবির ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮:৫১

শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের চাপের মুখে রাষ্ট্রপতি মহোদয়ের সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন তারা। 

এছাড়া উপাচার্য পদত্যাগের আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বাংলা বিভাগের শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান ড. সোলাইমান হোসেন মিন্টু, বিজিই বিভাগের শিক্ষক এমদাদুল হক সোহাগ, সহকারী রেজাস্ট্রার নজরুল ইসলাম হীরা, প্রশাসনিক কর্মকর্তা শেখ তারেক, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে যান।

ইত্তেফাক/এআই