দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৯৩৬ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল (সোমবার) থেকে কার্যকর হবে।
নতুন দামের অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৮৬ হাজার ৫৪৭ টাকা হবে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা, এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।