প্রেমিক ডিকসন এনডিয়েমার দেওয়া আগুনে মারা যান উগান্ডার অ্যাথলেট রেবেকা চেপতেগেই। গত বৃহস্পতিবার মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেবেকা। আগুন ধরাতে গিয়ে ডিকসনের শরীরও কিছুটা পুড়ে গিয়েছিল। রেবেকার মৃত্যুর পাঁচ দিন পর ডিকসনও মারা গেছেন।
আফ্রিকার সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগুনে রেবেকার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে কেনিয়ার একটি হাসাপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি। আগুন ধরাতে গিয়ে ডিকসনের শরীরেরও অনেক জায়গা পুড়ে গিয়েছিল। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় ডিকসনের।
সবশেষ প্যারিস অলিম্পিক্সে নারীদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা। ৪৪তম স্থানে শেষ করেন উগান্ডার এই অ্যাথলেট। উগান্ডার হয়ে অলিম্পিকসে অংশ নিলেও কেনিয়ার এনডেবেসে থাকতেন রেবেকা। সেখানেই ঘটে সেই ঘটনা।