বলিউড তারকা মালাইকা অরোরার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে এ তথ্য। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। এ খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে যান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান।
পুলিশ এখন এ আবাসনটিকে ঘিরে রেখেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন মালাইকার বাবা। ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুনেতে। বাবার মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
তবে অনিল অরোরা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। পুলিশ এখন এই আত্মহত্যা মামলার তদন্ত করছে। মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২২ সালে, মালাইকা একটি সাক্ষাৎকারে তার ভাষায় ‘আশ্চর্যজনক’ শৈশব এবং জীবনের প্রথম বছরগুলোতে কীভাবে তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, সে সম্পর্কে কথা বলেছিলেন। তিনি স্মৃতিচারণা করেছিলেন, কীভাবে তার যখন মাত্র ১১ বছর বয়স, তখন তার বাবা-মা অনিল অরোরা ও জয়েস পলিকার্পের বিবাহবিচ্ছেদ হয়েছিল। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। উৎসবে, বিশেষ দিনে মালাইকা দেখাও করতেন বাবার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বাবার সঙ্গে ছবি শেয়ার করতেন অভিনেত্রী। অনিল অরোরা ভারতীয় নৌবাহিনীতে কাজ করতেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার মালাইকার একটি পোস্ট নিয়ে বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছিলেন, ‘যারা আপনার খুশি দেখে খুশি হন এবং আপনার দুঃখে দুঃখিত হন, তাদের সব সময় খেয়াল রাখবেন। এদের সত্যিই হৃদয়ের বিশেষ জায়গায় রাখা উচিত।’ কয়েক মাস আগে তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুরের। নেটিজেনদের ধারণা, সেই বিচ্ছেদের পর থেকেই একের পরে এক রহস্যময় পোস্ট করছেন অভিনেত্রী।