শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

গাজীপুরের আওয়ামী লীগ নেতা ঢাকা বিমানবন্দরে আটক 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৫

গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক কাজী আলিম উদ্দিন বুদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং মহানগর আওয়ামী লীগের সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে (স্বতন্ত্র) অংশ নিয়ে পরাজিত হন এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন উদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে জিএমপির বাসন থানায় হস্তান্তর হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাজী আলিম উদ্দিন উদ্দিনকে ঢাকা থেকে গাজীপুরে বাসন থানায় আনা হয়েছে। বাসন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসএএস