কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ১০ কেজি ৫০০ গ্রাম বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং নগদ অর্থসহ দুই পাচারকারী রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
আটককৃতরা হলেন, মিয়ানমার মংডুর সোদাপাড়ার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।
বিজিবি জানায়, টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার আনা স্বর্ণের বড় চালান মজুত করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। এ সময় পালানোর চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
এ সময় তাদের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, মিয়ানমার মুদ্রা ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা করা হবে এবং গ্রেপ্তারকৃতদের মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানায় বিজিবি।