ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৬২)। তিনি পেশায় কৃষক।
নিহতের ছোট ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক মিয়া জানান, বাড়ির পাশে কৃষি জমিতে কয়েক দিন ধরে প্রতিবেশী আব্দুল মতিনের বাড়ির বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। বারবার তাগিদ দেওয়ার পরও তিনি (আব্দুল মতিন) বিদ্যুতের তার অপসারণ করেননি।
মঙ্গলবার দুপুরে আব্দুল লতিফ ধানক্ষেত থেকে তার সরাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।