শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র পাওয়া গেল পুকুরে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লুট হওয়া ২টি অস্ত্র দেড়মাস পর একটি পুকুর সেচে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থানা সংলগ্ন পুকুরের পানি সেচে অস্ত্র দুটি উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের একটি শটগান অপরটি চাইনিজ রাইফেল। এ ছাড়াও পুকুরের তলদেশ থেকে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে।

সিরাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা অধিনায়ক লে. কর্নেল নাহিদ-আল-আমিন জানান, এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী থানা সংলগ্ন পুকুর সেচের উদ্যোগ নেয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, এই দুটি নিয়ে থানা থেকে লুট হওয়া এখন পর্যন্ত ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো ৯টি অস্ত্র ও ৯১১টি গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে। 

 

ইত্তেফাক/এসএএস