শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কোহলির কাছে ‘মালিঙ্গা’ বনে গেলেন সাকিব!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৬

চেন্নাই টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৭ বলে ১৭ রান।  গতকাল শেষ সেশনে ক্রিজে থাকা অবস্থায় সাকিব আল হাসানের সঙ্গে মজা করেন কোহলি। শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা টেনে আনেন ভারতের এই তারকা ব্যাটার।

ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। শেষ দুই বলে কোহলিকে ইয়র্কার লেংথে বল করেন তিনি। দুটি বলেই রান পাননি কোহলি। সেই ওভার শেষে কোহলি নন স্ট্রাইক প্রান্তে যাওয়ার পর সাকিবের সঙ্গে মজা করেন। সাকিবের দৃষ্টি আকর্ষণ করে কোহলি বলেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি! ইয়র্কারের পর ইয়র্কার মারছ!’

সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের এই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে। সাকিব যে কোহলির কথায় মজা পেয়েছেন সেটি বোঝা গেছে তার প্রতিক্রিয়া দেখে। কোহলির কথা শুনে মাথা নাড়তে নাড়তে হেসে নিজের ফিল্ডিং করার জায়গায় ফিরে যান সাকিব।

ভারতের সংবাদমাধ্যম ‘আজকাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোহলি তখন সাকিবের প্রতি বলেছেন, ‘তুমি আমার মাল্লি।’ সাকিব সম্ভবত এ কথাটা বুঝতে না পেরে তাকিয়ে ছিলেন কোহলির প্রতি। তারপর কোহলি তাকে মালিঙ্গা হয়ে যাওয়ার কথা বলেছেন।

ইত্তেফাক/জেডএইচ