শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, শীর্ষ পঞ্চাশেও নেই বাংলাদেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৩

পর্দা নেমেছে বিশ্ব দাবা অলিম্পিয়াডের। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ৪৫তম আসরে অংশ নিয়েছিল ১৭০ এর বেশি দেশ। বাংলাদেশ উন্মুক্ত বিভাগে ৭৮ ও নারী বিভাগে ৮১তম স্থান অর্জন করেছে। অন্যদিকে এই দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

২০২২ সালে ভারতের চেন্নাইয়ে বসেছিল বিশ্ব দাবা অলিম্পিয়াড। সেবার দুই বিভাগেই ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। তবে এবার সোনা জিতেছে দেশটি। এছাড়া উন্মুক্ত বিভাগে রুপা ও ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান। নারী বিভাগে রুপা ও ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান ও যুক্তরাষ্ট্র।

উন্মুক্ত বিভাগে ২০১২ ইস্তাম্বুল অলিম্পিয়াডে সবচেয়ে ভালো ফলাফল করেছিল বাংলাদেশ। তবে এবার অনেক পিছিয়ে অবস্থান হয়েছে ৭৮তম।

নারী দলের ওপর প্রত্যাশা তেমন ছিল না। এরপরও আন্তর্জাতিক নারী মাস্টার রাণী হামিদ ৮২ বছর বয়সে টানা ছয় বোর্ড জিতে দারুণ খেলেছেন। তিনি জিতলেও বোর্ডের অন্যরা সমানতালে না জিততে পারায় দলীয় পয়েন্ট সেইভাবে বৃদ্ধি পায়নি। তাই ৮১তম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ