শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

হোল্ডিং ট্যাক্স পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়ন সময় বাড়াল দক্ষিণ সিটি

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:১১

রিবেট সুবিধাসহ হোল্ডিং ট্যাক্স পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের সময় বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএসসিসির পক্ষ থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করদাতাগণের সুবিধার্থে বাড়ি, ফ্ল্যাট, ইমারতসমূহের মালিক ও ব্যবসায়িদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বকেয়াসহ (যদি থাকে) হালসনের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স রিবেট সুবিধাসহ পরিশোধ করার সময় বাড়ানো হয়েছে।

পাশাপাশি সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটসমূহের দোকান ভাড়া পরিশোধের সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম