শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ‘হেনস্থা’র শিকার রাজা চার্লস

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৬:৫২

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়ে ‘হেনস্তার শিকার’ হতে হল ব্রিটিশ রাজা চার্লসকে। তাকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দিলেন অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা। তিনি রাজাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের জমি ফিরিয়ে দিন। আমাদের থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন’।

সোমবার (২১ অক্টোবর) অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ ঘটনা। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্যানসার আক্রান্ত চার্লস এখন অনেকটাই সুস্থ। সোমবার অস্ট্রেলিয়া পার্লামেন্টে যান তিনি। সেই সময়েই তাকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দেন পার্লামেন্টের নির্দল সদস্য লিডিয়া থর্প। চার্লস পার্লামেন্ট কক্ষে পৌঁছনোর পরেই চিৎকার করে লিডিয়া বলতে থাকেন, ‘এটা আমাদের জমি। যা আমাদের থেকে চুরি করেছেন, ফিরিয়ে দিন।’

আরও বলা হয়, থর্প অস্ট্রেলিয়ারই ভূমিকন্যা। কঠোর রাজতন্ত্র-বিরোধী অবস্থানের জন্য তিনি পরিচিত। এর আগেও উপনিবেশ বিরোধী অবস্থানের জন্য প্রচারের আলোয় এসেছেন তিনি।

১০০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া ব্রিটিশদের উপনিবেশ ছিল। ১৯০১ সালে অস্ট্রেলিয়া স্বাধীন হয়। যদিও খাতা-কলমে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ প্রধান ব্রিটেনের রাজা। ঔপনিবেশিক আমলে অস্ট্রেলিয়ায় বহু স্থানীয় অস্ট্রেলিয়কে হত্যার অভিযোগ উঠেছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। অনেককে বাস্তুচ্যুতও হতে হয়।

 

ইত্তেফাক/কেএইচ
 
unib