শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ডুব দিয়ে পালানোর চেষ্টা, পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৪

পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন তিনি। তবে ‍লুকিয়েও শেষ রক্ষায় হয়নি। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় আবদুল আজিজ (৫০) নামের মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার উজির হাট এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল আজিজ লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের উজিরহাটের মজিদার পাড়া এলাকায়। অন্যের পুকুরে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন আবদুল আজিজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তাকে ধরতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন আজিজ। তবে ‍লুকিয়েও শেষ রক্ষায় হয়নি তার। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবদুল আজিজ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনএন