বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে মিছিলের ডাক হাসনাতের

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৫১

জাতীয় পার্টিকে 'জাতীয় বেইমান' আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের দিকে মিছিল করার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, 'জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।'

ওই পোস্টের কিছু সময় পর আরেক পোস্টে তিনি লিখেছেন, 'রাজু ভাস্কর্য থেকে ৭ টা ৩০ মিনিতে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।'

ইত্তেফাক/এসকে
 
unib