শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

টেক ফেস্টের ফাইনালে কানাডিয়ান ইউনিভার্সিটির রোবোটিক সোসাইটি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:০৯

এশিয়ার বৃহত্তম আইআইটি টেক ফেস্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবোটিক্স সোসাইটি।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আয়োজিত সম্প্রতি অনুষ্ঠিত আইআইটি টেক ফেস্ট বাংলাদেশ জোনাল রাউন্ডের বিজয়ী দল এবং চলতি বছরের ডিসেম্বরে ভারতের আইআইটি বোম্বেতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যেখানে তাদের প্রতিভা ও উদ্ভাবনী দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে।

আইআইটি টেক ফেস্ট বাংলাদেশ জোনাল রাউন্ডে তিনটি বিভাগ ছিল, যেখানে সারা দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে মোট ৩৫টি দল ছিল।

ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বাংলাদেশের রোবোটিক্স জগতেও এক নতুন দিগন্তের সূচনা। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।

ইত্তেফাক/জেডএইচডি