রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে: ফখরুল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে তিনি এ আশঙ্কার কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও তার দোসররা এখনও রয়ে গেছে। তারা বাংলাদেশকে আক্রমণ করতে পারে।
  
তবে যারাই বাংলাদেশকে ধ্বংসের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করে সেই অপচেষ্টা নস্যাৎ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মহাসচিব।

 

ইত্তেফাক/পিও