মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আলিয়াকন্যার জন্মদিনের থিম মিললো পরীপুত্রের আয়োজনের সঙ্গে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৪:৩৪

বলিউডর অন্যতম তারকা দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাটের কন্যা রাহা ইতোমধ্যে সবার কাছে বেশ পরিচিত। ৬ নভেম্বর উদযাপন করা হলো তার দ্বিতীয় জন্মদিন। 

আর সে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই অনেক বাঙালি নেটিজেনরা চমকে গেছেন। রণবীর-অলিয়ার কন্যার জন্মদিনের থিম ও সাজ-সজ্জায় অনেকেই মিল পেলেন ঢালিউড নায়িকা পরীমণির পুত্র পুণ্যর জন্মদিনের থিম ও সাজ-সজ্জার সঙ্গে।

 

১০ আগস্ট ছিল পরীর ছেলে পুণ্যর জন্মদিন। সেদিন জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর মা পরী যেন হরিণী। ছিল বন-জঙ্গলের আবহ!

অন্যদিকে, রাহার জন্মদিনের থিম বা ভাবনাও ‘জঙ্গল’। বিষয়টি কাকতালীয় বলছে সবাই। তবে পশ্চিমবঙ্গে এ নিয়ে আলোচনাও চলছে। 

রণবীর-আলিয়ার মেয়ের জন্মদিনে কী কী হলো? সেই ছবিও রাহার জন্মদিনের পরের দিনই ভাইরাল হয়েছে। কাপুর বংশের চতুর্থ প্রজন্মের কন্যার জন্মদিনে দুই থাকের কেক। খরগোশ, ভাল্লুক, গাছপালা দিয়ে সাজানো চারপাশ।

গায়ে রাহার উদ্দেশে লেখা, ‘শুভ জন্মদিন’। একই থিমে সাজানো জন্মদিন উদযাপনের জায়গাটিও। সেখানে ভাল্লুক, বাঁদরছানা, হাতির বড় বড় কাটআউট রাখা। সঙ্গে রংবেরঙের বেলুন, নকল গাছপালা। আজও ছোটদের প্রথম পছন্দ কার্টুনের দুনিয়া

সেখানকার জনপ্রিয় চরিত্র ডোনাল্ড ডাক বা মিকি মাউসকে সামনে দেখলে তাদের খুশি ধরে না। সে কথা মাথায় রেখেই হাজির ছিল জীবন্ত মিকি আর তার প্রেমিকা মিনি মাউস! 

পূর্ণবয়স্ক দুই ব্যক্তি মুখোশ আর দুই কার্টুন চরিত্রের পোশাক পরে মাতিয়ে দেন পার্টি। আমন্ত্রিত খুদেরাও তাদের দেখে মহাখুশি। সেই দলে ছিলেন রাহার পরিচালক নানা মহেশ ভাটও। তিনি মিকি আর মিনির মাঝে দাঁড়িয়ে পোজও দেন! ছিলেন দাদি নীতুও।

এসেছিলেন সোনি রাজদান, পূজা ভাট, সাহিন। কাপুর খানদান থেকে কারিশমা, কারিনা, তাঁদের ছেলেমেয়েরাও ছিলেন।

ইত্তেফাক/পিএস
 
unib