সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঘোড়াঘাটে কিছুতেই থামছে না ট্রান্সফরমার চুরি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৭

দিনাজপুরের ঘোড়াঘাটে কিছুতেই থামছে না ট্রান্সফরমার চুরি। শুধু অক্টোবর ও নভেম্বর মাসেই চুরি হয়েছে ১৫ থেকে ২০টি ট্রান্সফরমার। চুরি যাওয়া প্রতিটি ট্রান্সফরমারের মূল্য ২ লাখ টাকা করে।

পল্লীবিদ্যুৎ ডুগডুগি জোনাল অফিসের ডিজিএম কামরুজ্জামান জানান, গত অক্টোবর মাসে কতগুলো চুরি হয়েছে তা অফিসের নথি-পত্র না দেখলে বলা যাবে না তবে ৭ নভেম্বর ডুগডুগি হাটে ৩টি ট্রান্সফরমার ও এর দুই দিন আগেও ১টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

এছাড়া পল্লীবিদ্যুৎ রানীগঞ্জ সাব-জোনাল অফিসে এজিএম মেহেদী হাসান জানান, গত অক্টোবর মাসে ৮ থেকে ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। অন্যদিকে ১৭ অক্টোবর ওসমানপুর স্বপন হাসকিং মিল থেকে একটি ট্রান্সফরমার চুরির কথা স্বপন সরকার জানিয়েছেন। সর্বশেষ ৪ নভেম্বর উপজেলার ওহিউড়া গ্রামের গোলাম মোস্তফা সরকারের একটি হাসকিং মিলের একটি পোল থেকে ১০ কেবি ট্রান্সফরমারের ৩ টি চুরি হয়েছে। এই ট্রান্সফরমারের বৈদ্যুতিক খুঁটি গ্রামের মাঝ খানে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঘোড়ঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, থানায় যোগ দেওয়ার ১৫ দিনের মধ্যে ৮ থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছি। এখন মাঠ ফাঁকা ও কুয়াশা হওয়ায় চোরেরা সুযোগকে কাজে লাগাচ্ছে। থানায় অনেক অফিসার ও কনেস্টবল চলে যাওয়াই কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে নতুন অফিসার আসা শুরু হয়েছে। দ্রুত অভিযান শুরু করবো।

ইত্তেফাক/জেডএইচডি