রোববার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো এক যুবকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা-কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশের লেকপাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের তিনটি পৃথক পলিথিন ব্যাগে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ৩টি পলিথিনে মোড়ানো অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক সাতটি অংশ উদ্ধার করা হয়। ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/এমএএস