রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯

মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।  শনিবার (৩০ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকার থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। 

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের নেতৃত্বে হামলার প্রতিবাদে এবং তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কামরুল হাসানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা।

উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। 

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কামরুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা। তা না হলে জামায়াত-শিবিরের কর্মীরা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেওয়া হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি