নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিকের বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি। রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় দ্বিতীয় দফায় হামলা চালিয়ে গুলিবর্ষণ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে। মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা এ হামলা করে।
এর আগে গত ১৬ নভেম্বর ৪০/৫০ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহান মাহমুদের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেদম প্রহার ও শরীরের বিভিন্ন স্থান ইট দিয়ে থেঁতলে দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে আসামী পক্ষের সন্ত্রাসীরা মামলা তুলে নিতে জাহাঙ্গীর মাহমুদকে হত্যার হুমকি দিয়ে আসছে। হুমকির ঘটনায় গত ৩০ নভেম্বর শনিবার জাহাঙ্গীর মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
গতকাল ১ ডিসেম্বর রবিবার দুপুরে মামলার আসামী আসামী রাব্বিল ও রকি নারায়ণগঞ্জ আদালতে জামিন চায়। আদালত আসামী রকিকে জামিন দিলেও রাব্বিলকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর মাহমুদকে লক্ষ্য করে ঘরের জানালা দিয়ে গুলি ছুঁড়ে একদল সন্ত্রাসী। গুলি জানালা ছিদ্র হয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় এলাকায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাঙ্গীর মাহমুদসহ তার পরিবারের সদস্যরা।
ভুলতা পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ২৯ নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল সংবাদদাতা শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসী হামলা হয়।