ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো যুবা টাইগাররা। সোমবার (৯ ডিসেম্বর) রাত এগারোটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।
দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি পাশে রেখে শুনিয়েছেন আরও বড় স্বপ্নের কথা কথা। তামিম বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
এশিয়া কাপ জয়ের ট্রফি দেশের জন্য উৎসর্গ করে তিনি আরও বলেন, ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’
এছাড়া ফাইনালে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের আরও তাঁতিয়ে দিয়েছিলেন অধিনায়ক তামিম। এ নিয়ে তিনি বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।'