ভোলায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের পিটিআই আদর্শপাড়া মহল্লার মো. এমরান হোসেন বাড়ির পেছনের পুকুর থেকে শিশু ফাহাদের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।
শিশুটির নাম আব্দুল্লাহ আল ফাহাদ (২)। সে একই মহল্লার মো. এমরান হোসেনের ছোট ছেলে।
এর আগে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু ফাহাদ। এরপরের দিন শিশুটির পরিবার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
শিশুর স্বজনরা জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শিশু ফাহাদ তার মায়ের সঙ্গে নিজ বসতঘর থেকে রাস্তায় বের হয়। মা-ছেলে ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ সেরে বাসার দিকে ফিরে যাওয়ার সময় মা পেছনে ফিরে তাকিয়ে দেখেন শিশুটি তার পেছনে নেই। গত ৩ দিন ধরে ভোলার বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদের বসতঘরের পেছনের একটি পরিত্যক্ত পুকুরে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হোসেন পারভেজ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে শিশুটি নিখোঁজ ছিল। এ বিষয়ে নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।