বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু বাংলাদেশের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এই রাউন্ড শুরু করেছে যুবা টাইগ্রেসরা। ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়ুশি শুক্লার বলে। এক বোলারের হাতে ক্যাচ দিয়ে পরপরই ১০ রান করে ফিরেছেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে কিছুটা হলেও মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও, ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

৮১ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভারত ১০ ও ২২ রানে দুই উইকেট হারালেও, শেষ পর্যন্ত বাংলাদেশের আর কোনো সাফল্য পায়নি। গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদের ব্যাটে ভর করে ১২.১ ওভারে জয় পায় ভারত। তৃষা ৪৫ বলে ১০ চারে ৫৮ ও প্রসাদ ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

ইত্তেফাক/জেডএইচ
 
unib