বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, হাসপাতালে ১৬৫ জন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৬৩ জন। আর মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯৪ জন। রোববার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের হাসপাতালে এবং একজন ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯ জন, ঢাকা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ২২ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৬৮ জন; আর ৬৯৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ১৫৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৩৭ জন।

ইত্তেফাক/জেডএইচডি
unib