রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কর্ণফুলীতে গোসলে নেমে নিখোঁজ ২ পর্যটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৩

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজনের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। আর নিখোঁজ প্রিয়ন্ত দাশ শাওনের মামাতো ভাই।

ঘটনার বর্ণনা দিয়ে তাদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ জানান, তারা নয়জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর নয়জনের মধ্যে চারজন নদীতে গোসলে নামে। এরপর দুইজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

এদিকে তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার ব্রিগেড সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ঘটনাস্থলে এসে জানান, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ চলছে।

ইত্তেফাক/এমএএস
 
unib