রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

এই শীতে ভ্রমণের সেরা সঙ্গী ‘বিডিটিকেটস’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:৪০

শীতের শুরু হওয়ার সাথে সাথেই প্রতিটি মানুষের মনে শুরু হয় ভ্রমণের প্রবল ইচ্ছে। আর এই ইচ্ছেটা আরো বেড়ে যায় যদি থাকে এক বিশাল ছুটি। ডিসেম্বর মাসের লম্বা ছুটিকে সামনে রেখে চলছে বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে ট্যুরে যাওয়ার প্ল্যানিং। আর এই ছুটিতে ট্যুরের আনন্দ আরও বাড়িয়ে দিয়ে ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে অনলাইন টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠান বিডিটিকেটস। আপনার পছন্দের ৯৯% লং রুটের দেশসেরা সব টিকেট এখন হাতের মুঠোয়।

২৬ ডিসেম্বর একটি ছুটি নিলে চারদিন ভ্রমণের সুযোগ! তাই দেরি না করে আপনার ভ্রমণের ক্যালেন্ডার তৈরি করুন এখনই, আর এই ব্রিজ হলিডেকে কাজে লাগিয়ে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে ঘুরে আসুন কক্সবাজারের সমুদ্রসৈকত, চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য, রাজশাহীর মাধবীলতা, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, বরিশালের নদীমাতৃক প্রকৃতি কিংবা খাগড়াছড়ি আর বান্দরবানের অপূর্ব সব হিল ট্রেইল থেকে।

বিডিটিকেটস আপনাকে দিচ্ছে ঘরে বসেই সেরা বাসের, সেরা সিট বুক করার নিশ্চয়তা। টিকেট বুক করুন আগেই আর বেছে নিন আপনার পছন্দমতো সিট, পরে কিন্তু পাবেন না।

কেন বিডিটিকেটস?
● সবচেয়ে বেশি রুট: দেশের ৯৯% লং রুট কাভারেজ।
● বিশ্বাসযোগ্য বাস সার্ভিস: দেশসেরা সব বাস অপারেটরদের সাথে চুক্তিবদ্ধ।
● মিনিটেই বুকিং: মোবাইল বা কম্পিউটার থেকে কয়েক মিনিটেই টিকেট বুকিংয়ের সুবিধা।
● স্বচ্ছ মূল্য: কোনো লুকানো খরচ নেই, শুধু টিকেটের দাম।
● ২৪/৭ টিকেটিং: যেকোনো সময় টিকেট কাটার সুবিধা।
● নানান ফ্ল্যাশ ডিলস: এছাড়াও রয়েছে বিভিন্ন পেমেন্ট মাধ্যমে আকর্ষণীয় ডিস্কাউন্ট। 

টিকেট কেনার পদ্ধতি

প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিডিটিকেটস অ্যাপটি নামিয়ে নিন বা bdtickets.com ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথমে আপনার ফোন নাম্বার, নাম, ই-মেইল অ্যাড্রেস দিয়ে সাইন-আপ করুন। আপনার ফোনে আসা ওটিপি দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিন।

এরপর নতুন পেইজে আপনার যাতায়াতের মাধ্যম, কোথা থেকে কোথায় যেতে চান, কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ এবং কবে ফিরবেন সেই তারিখটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। পরের পেইজে অপারেটরের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই),  টিকেটের দাম ও যাত্রা শুরুর সময় দেখা যাবে। আপনার পছন্দের অপারেটরে ক্লিক করে পছন্দের সিট নির্ধারণ করুন, কোথা থেকে উঠবেন, কোথায় নামবেন তা নির্ধারণ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন। এরপর নতুন পেইজে আসা আপনার টিকেটের সকল তথ্য ঠিক আছে কি না নিশ্চিত হয়ে নিন এবং পছন্দের পেমেন্ট মাধ্যম ব্যবহার করে টিকেটের মূল্য পরিশোধ করুন। আপনি ভিসা, মাস্টার কার্ড বা অ্যামেক্স কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়া বিকাশ, নগদ বা উপায়ের মাধ্যমেও টিকেটের মূল্য পরিশোধ করতে পারবেন। 
তো আর দেরি কেন? আজই টিকেট বুক করুন ঘরে বসেই। আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে বিডিটিকেটস-এ ঢুকুন, গন্তব্য ঠিক করুন, আর বেছে নিন সেরা সিট।

শীতের এই লম্বা ছুটিকে স্মরণীয় করতে টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস। এখনই টিকেট কাটুন আর ছুটির দিনগুলো কাটান নিশ্চিন্তে। কারণ, ‘বাংলাদেশের টিকেট মানেই ‘বিডিটিকেটস’!

যেকোনো তথ্যের জন্য কিংবা টিকেট কাটতে সরাসরি কল করুন ১৬৪৬০ নাম্বারে। সপ্তাহে ৭দিন, দিনে ২৪ ঘণ্টা।

ইত্তেফাক/এমএএম
 
unib