যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছিল ভারত। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছিলেন জয়সওয়াল। তবে এক রান আউটে ঘটে ছন্দ পতন। দিনের শেষ বেলায় তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত। ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৪৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৫০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা।
রোহিত শর্মা ৩ ও লোকেশ রাহুল ২৪ রান করে আউট হন। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে অজি বোলারদের ওপর চড়াও হন জয়সওয়াল। রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে ছিলেন জয়সওয়াল। কোহলিকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়েন এই ভারতীয় ওপেনার। তবে দলীয় ১৫৩ রানে রান আউটের শিকার হন জয়সওয়াল।
১১৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮২ রান করে জয়সওয়াল। তার বিদায়ের পর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কোহলি ৮৬ বলে ৩৬ ও আকাশ দীপ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
এরপর রিশভ পন্থ ও রবীন্দ্র জাদেজা মিলে দিনের বাকী খেলা শেষ করেন। পন্থ ৭ বলে ৬ ও জাদেজা ৭ বলে ৪ রানে অপরাজিত আছেন। অজিদের চেয়ে এখনও ৩১০ রানে পিছিয়ে আছে ভারত।