বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। বক্সিং ডে টেস্টে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে সমালোচনার জন্ম দেন ভারতের এই তারকা ব্যাটার। যার কারণে আইসিসি থেকে শাস্তিও পেয়েছেন তিনি। এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। যশস্বী জয়সওয়াল রানআউট হওয়ার ঘটনায় দর্শকদের থেকে দুয়োধ্বনি পেয়েছেন কোহলি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতের ইনিংসের ৪১তম ওভারের ঘটনা। অজি পেসার স্কট বোল্যান্ডের বল মিড অনে ঠেলে দিয়ে রানের জন্য দৌড় দেন জয়সওয়াল। তবে তার ডাকে সাড়া না দিয়ে স্থির থাকেন কোহলি। এরপর প্যাট কামিন্সের ছুড়ে দেওয়া বলে অ্যালেক্স ক্যারি স্টাম্প ভেঙে ১০২ রানের জুটি ভাঙার উৎসবে মাতেন। ৮২ রানে রান আউটের শিকার হন জয়সওয়াল।
জয়সওয়ালের বিদায়ের পরপরই ৩৬ রান করে আউট হন কোহলি। ড্রেসিংরুমের ফেরার পথে গ্যালারি থেকে কোহলিকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয় দর্শকরা। তাকে কটাক্ষ করে মন্তব্য করেন দর্শকরা। এ সময় মেজাজ হারিয়ে বারও বেরিয়ে এসে কে কী বলছে বোঝার চেষ্টা করেন। কিছু বলতেও দেখা যায় কোহলিকে। তবে নিরাপত্তারক্ষীর হস্তক্ষেপে উভয়ই শান্ত হয়, ড্রেসিংরুমে ফিরে যান কোহলিও।
কোহলি-জয়সওয়ালের ভুল বোঝাবুঝির বিষয়টি স্কুলবালকের মতো ভুল বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, ‘শুধুমাত্র এটি বিরাট কোহলি হওয়ায়, আমরা তার দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছি। ফিল্ডারের দিকে তাকিয়ে সিঙ্গেল না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন, যা স্কুলবালকের (খুবই সাধারণ) মতো ভুল। নন-স্ট্রাইকার এই সিদ্ধান্ত নিতে পারে না। যদিও এখানে জয়সওয়ালের ভুল হয়ে থাকে, তাহলে ফিল্ডার কামিন্স বলটি নন-স্ট্রাইকে ছুঁড়ে মারত। কিন্তু কোহলি না দৌড়ানোয় জয়সওয়ালের হাতে আর কোনো সুযোগ ছিল না।’